Type to search

১৪ দিন পর সৌদি আরবে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

আন্তর্জাতিক

১৪ দিন পর সৌদি আরবে চালু হচ্ছে আন্তর্জাতিক ফ্লাইট

অপরাজেয় বাংলা ডেক্স

খুলছে দেশটির স্থল ও সমুদ্রবন্দরও। নতুন ধরনের করোনা রোধে ২১শে ডিসেম্বর সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ১ সপ্তাহের জন্য সব আন্তর্জাতিক ফ্লাইট স্থগিতের ঘোষণা দেয়।

পরে ২৭শে ডিসেম্বর এই নিষেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়িয়েছিলো দেশটি। সৌদি আরবের ফ্লাইট বন্ধ হওয়ার ঘোষণায় বিপাকে পড়েন অনেক প্রবাসী। স্থল ও সমুদ্র পথের নিষেধাজ্ঞাও প্রত্যাহার করার কথা রয়েছে।

এর আগে গত ডিসেম্বর যুক্তরাজ্যে করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে সৌদি আরব এক সপ্তাহের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধের পদক্ষেপ নিয়ে ছিলো। পরে সংক্রমণ পরিস্থিতি বিবেচনায় এই নিশেধাজ্ঞা আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

এখন পর্যন্ত দেশটিতে করোনা ভাইরাসে মারা গেছেন ৬ হাজার দুই’শ ৩৯ জন। আক্রান্ত তিন লাখ ৬২ হাজারেরও বেশি।

সূত্র, DBC বাংলা