Type to search

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৩ জন

অভয়নগর

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৩ জন

অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচন ২৯ মে
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ৩ জন
কামরুল ইসলাম, অভয়নগর
অভয়নগর উপজেলা নির্বাচনের তফসিল এর গণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। গত ১৮ এপ্রিল বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা তফসিল মোতাবেক অভয়নগর উপজেলা রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মো: আব্দুর রশিদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের সময়সূচি ধার্য করে প্রজ্ঞাপন জারি করেছেন।
রিটানিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের শেষ তারিখ ২ মে বৃহস্পতিবার, মনোনয়ন পত্র বাছাই ৫ মে রবিবার, মনোনয়নপত্র বাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের  ৬ থেকে ৮ মে সোম,মঙ্গল ও বুধবার, আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ মে বৃহস্পতি, শুক্র ও শনিবার, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১২ মে রবিবার, প্রতীক বরাদ্দ ১৩ মে সোমবার ও ভোট গ্রহণ ২৯ মে বুধবার।
উপজেলা মোট ভোটর রয়েছে ২ লাখ ১৮ হাজার ৯০ জন এর মধ্যে নারী ভোটার ১ লাখ ৯৭ হাজার ৫০ জন, পুরুষ ভোটার ১ লাখ ৮৩ হাজার ৪৫ জন ও হিজড়া ভোটার রয়েছে ২ জন। মোট ভোট কেন্দ্র রয়েছে ৮১টি।
নির্বাচনে আ.লীগ থেকে সম্ভাব্য চেয়ারমান প্রার্থী রয়েছেন ৩ জন। এরা হলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর সভার সাবেক চেয়ারম্যান সরদার অলিয়ার রহমান, উপজেলা আ.লীগের সিনিয়র সহসভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর ও শ্রমিকলীগের অভয়নগর রাজঘাট শিল্প অঞ্চল শাখার সাধারণ সম্পাদক ও মটর শ্রমিকের কেন্দ্রীয় নেতা রবিন অধিকারি ব্যাচা।
সরদার ওলিয়ার রহমান বলেন, ‘আসন্ন উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এলাকাবসি যদি আমাকে সমার্থন করেন তা হলে নির্বাচন করবো। নির্বাচিত হলে উপজেলার গণমানুষের জীবনমান উন্নয়নে নিজেকে সমার্পণ করবো।’
শাহ ফরিদ জাহাঙ্গীর বলেন,‘ আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবো। বর্তমান উপজেলা চেয়ারম্যান পদে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। আমি নির্বাচিত হওয়ার পর উপজেলায় কোন দুর্নীতি হয় নি। আশাকরি জনগণ আমাকে আবারো ব্যাপক ভোটে নির্বাচিত করবেন।’
রবিন অধিকারি ব্যাচা বলেন, ‘উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য এলাকায় গণসংযোগের কাজ করছি। লোকজন আমাকে সমার্থন করছেন। আশাকরি ব্যাপক ভোটে জয়লাভ করবো।’