Type to search

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

চৌগাছা

মনিরামপুরে আইএফডিসির শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

মনিরামপুর থেকে ফিরে আফজাল হোসেন চাঁদ :
যশোহরের মনিরামপুরে ইউএসএআইডি এর অর্থায়নে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহযোগীতায় আইএফডিসি কর্তৃক ফিড দ্যা ফিউচার বাংলাদেশ ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এক্টিভিটি (সিএসএ) এর বোরো ধানের প্রদর্শনীর শস্য কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকাল ৩টায় খেদাপাড়া ইউনিয়নের কাশীপুর গ্রামের মুনসুর আলীর জমিতে স্থাপিত বিনা-২৫ ও রড মিনিকিট ধানের ফসল কর্তন ও মাঠ দিবসে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশ গ্রহন করে।

উক্ত মাঠ দিবসে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের এসএপিপিও মোঃ তবিবুর রহমান, আইএফডিসির ফিল্ড সুপারভাইজার কৃষিবিদ মীর মোহাম্মদ আব্দুল মান্নান, এক্সটেনশন অফিসার কৃষিবিদ হাসান আরিফুল করিম, সিএফডিসিও কৃষিবিদ এ. এম. জাহাংগীর হোসেন এবং এসএএও মোঃ বেলাল হোসেন।

উল্লেখ্য তুলনামূলক ফলাফলে বিনা-২৫ ধানের ফলন বেশী হওয়ায় আগামী বোরো মৌসুমে বিনা-২৫ ধান চাষে উপস্থিত সকল কৃষক সম্মতি প্রদান করেছেন।