Type to search

মনিরামপুরের হাজির হাট বাজারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

যশোর

মনিরামপুরের হাজির হাট বাজারে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন

শামছুজ্জামান মন্টু, ভ্রাম্যমাণ প্রতিনিধি:
মনিরামপুর উপজেলার হরিদাসকাটি ইউনিয়নের হাজিরহাট বাজারের মুকুল চত্তরে গত ২৭ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হরিদাসাকাটি ইউনিয়ন যুবলীগের ক্রীড়া সম্পাদক কানু ঠাকুর রায়ের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে ছিলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি ও দীনবন্ধু রায়, প্রধান অতিথি ছিলেন মনিরামপুর উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাছরাঙা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি রাহুল রায়, মনিরামপুর উপজেলা যুবলীগ সদস্য হাসিফ আল মামুন অভি, শ্রমিকলীগ আহবায়ক আলতাফ হোসেন, ছাত্রলীগ নেতা মুকুল ভট্টাচার্য্য, ছাত্রলীগের মো: হাসান, সাজ্জাদ হোসেন, জিয়াউর রহমান শফিকুল ইসলাম, অনিক, হালিম ও প্রসেন। উপজেলা কৃষকলীগ সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ^াস, পৌর ২নং ওয়ার্ড যুবলীগ সভাপতি, অর্জুন রায়, ৩নং ওয়ার্ড আওমীলীগ সভাপতি আতিয়ার রহমান, হরিদাসকাটি ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক সুব্রত মন্ডল, কৃষকলীগ সভাপতি সুকৃতি রায়। দিগঙ্গা-কুচলিয়া-হরিদাসকাটি মাধ্যমিক বিদ্যালয় সভাপতি ও হাজিরহাট বাজার পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম মন্ডল, কাটাখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, সাবেক যুবলীগ আহবায়ক প্রদীপ হালদার, ইউনিয়ন যুবলীগ সহসভাপতি গোপাল রায়, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য রনজিত বিশ^াস, ইউপি সদস্য স্বপন বিশ^াস সহ আওমীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মনিরামপুর উপজেলা যুবলীগ আহবায়ক ও ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু প্রধান অতিথির বক্তব্যে বলেন ১৯৭৫ সালের ১৫ই আগস্ট ও আন্তর্জাতিক সড়যন্ত্রের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল। ১৯৭৫ সালের খুনিরা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। বার বার শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্র করেছে স্বাধীনতা বিরোধীরা। তিনি আরও বলেন জামাত বিএনপি এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল রাখতে হবে। নেতা কর্মীদের উদ্দেশ্যে আরও বলেন সকল ভেদাভেদ ভুলে উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে। এছাড়াও আওমীলীগ সরকারের নানা উন্নয়নের কথাও তুলে ধরেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *