Type to search

চৌগাছায় ১০ জন দলিত নারীদের ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণের মাধ্যমে নগদ অর্থ দিয়ে কর্মসংস্থান

অর্থনীতি

চৌগাছায় ১০ জন দলিত নারীদের ক্ষুদ্র ব্যবসা প্রশিক্ষণের মাধ্যমে নগদ অর্থ দিয়ে কর্মসংস্থান

 

শ্যামল দত্ত চৌগাছা যশোর প্রতিনিধি ঃযশোরের চৌগাছায় ১০ জন দলিত নারীদের প্রশিক্ষণের মাধ্যমে ক্ষুদ্র ব্যবসা করার লক্ষ্যে অনুদানের চেক বিতরণ। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলার পরিষদের মিলনায়তনে অশ্রমোচন দুস্থ্য মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার আয়োজনে সহযোগিতা করেন নাগরিক উদ্যোগ মানবাধিকার রক্ষা সহায়াতার মাধ্যমে দলিত জনগোষ্ঠী দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব প্রকল্পের আওতায় চেক প্রাপ্তরা হলেন উপজেলার ১। ইছাপুর দাসপাড়ার -সাপরিকা রানী, ২।পিংকী রানী,৩। আদিবাসী পাড়ার – রিপাসী সরদার,৪। সলুয়াদাস পাড়ার- ববিতা রানী ও ৫। মমোতা রানী,৬। সুখপুকুরিয়া দাস পাড়ার – রেখা দাসী,৭। গরিবপুর দাস পাড়ার -স্বপ্না রানী ৮।কংশারীপুর দাস পাড়ার-রিনা রানী ৯।গুয়াতলী দাস পাড়ার পরোবালা ও ১০।গৌরিবালা প্রত্যেকে অফেরৎ যোগ্য ৫০০০/-হাজার টাকার চেক, মোট ৫০,০০০/- ()হাজার টাকা দেওয়া হয়। দলিত নারীরা ক্ষুদ্র ব্যবসা করবেন হাতের তৈরি ঝুড়িডালা,কূলা, ট্রাপারী,চায়ের দোকান, কাঁচা সবজি, পাপড় বাদাম, গজ কাপড়, থ্রি পিচ, পেডি কট, প্লাউজ তৈরিও বিক্রয় জন্য নগদ অর্থের চেক বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে চেক বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা এছাড়া উপস্থিত ছিলেন অশ্রুমোশন দুস্থ্য মহিলা ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি রুপালী বিশ্বাস, কোর্ডিনেটর সুমিত্রা সরকার, প্রোগ্রামার নাসির উদ্দীন, হিসাব রক্ষক অলোক কুমার দাস,