Type to search

চৌগাছায় ইলেকট্রনিক ভ্যান ও স্প্রেয়ার মেশিন বিতারণ

চৌগাছা

চৌগাছায় ইলেকট্রনিক ভ্যান ও স্প্রেয়ার মেশিন বিতারণ

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধি ঃযশোরের চৌগাছা ইলেকট্রিক ভ্যান ও স্প্রেয়ার ৩ সমবায় সমিতির মাঝে বিতারণ করা হয়েছে। বুধবার (২৭মার্চ)
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালী করণ প্রকল্পে আওতায় ৩টি সমবায় সমিতির প্রতিটি সমিতির ২টি করে ইলেকট্রিক ভ্যান ও স্প্রেয়ার মেশিং বিতারণ করা হয়। প্রকল্পটি বাস্তবায়ন করছেন রুরাল রিকনস্ট্রাকশন ফাইন্ডেশন(আর আর এফ) এবং সহযোগিতায় করছেন হেইফার হেইন্টারন্যাশনাল এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বিশেষ অতিথী উপস্থিত ছিলেন নারায়নপুর ইউনিয়ন চেয়ারম্যান শাইনুর রহমান শাহিন স্বাগত বক্তব্য দেন আর আর এফের প্রকল্প সমন্বয়কারী জহিরুল ইসলাম,অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মুশাব্বির হোসাইন, সবাই অফিসার অহিদুর রহমান,বি ডি -১৭প্রকল্প আর আর এফ প্রকল্প ফাইন্যান্স এ্যাডমিন অফিসার রাজু আহম্মেদ, বি ডি-১৭ প্রকল্প আর আর এফ প্রডাকশন এ্যান্ড মার্কেটিং ফ্যাসিলিটেটর সুকদেব কুমার রায়,তহিদুর রহমান, সাদ্দাম হোসেন সমবায়ের নির্বাহী সদস্য ও স্টপ ২৫ জন উপস্থিত ছিলেন। সমবায় নেতৃবৃন্দ তাদের অগ্রগতি উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে আলোর সন্ধান সমবায় সমিতি লিমিটেডের ২ টি ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক স্প্রেয়ার মেশিন, সততা সমবায় সমিতি লিমিটেডের ২ ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক স্প্রেয়ার মেশিন, একতা সমবায় সমিতি লিমিটেডের ২ টি ইলেকট্রিক ভ্যান ও ইলেকট্রিক স্প্রেয়ার মেশিন বিতারণ করেন উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা।