Type to search

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত নড়াইলের চাষিরা

কৃষি

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত নড়াইলের চাষিরা

অপরাজেয় বাংলা ডেক্স

 

শীতকালীন আগাম সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন নড়াইলের চাষিরা। পতিত জমি ব্যবহার করে একই জমিতে আগাম ও নাবী জাতের সবজি উৎপাদন করছেন তারা। সবজির উচ্চ বাজারমূল্য থাকায় বিঘা প্রতি ৭০ থেকে ৮০ হাজার টাকা লাভ হবে বলে প্রত্যাশা চাষিদের। 

নড়াইল জেলার সদর উপজেলার গোবরা, আগদিয়া, বিছালী, দূর্গাপুরসহ বিভিন্ন এলাকায় বসত বাড়ির আঙ্গিনাসহ, পতিত জমিতে ফুলকপি, বাঁধাকপি, টমেটো, পালংশাক, সবুজ শাকসহ শীতকালীন সবজির আবাদ শুরু হয়েছে।

মাত্র ৩ মাসে ফলন পাওয়ায় একই জমিতে আবার ফলন শুরু হবে নাবী জাতের এই সবজীর।  কৃষকরা জানান পারিবারিক চাহিদা পুরণ করে অল্প সময়ে অধিক মুনাফা পাওয়ায় চাষীদের আগ্রহ বেড়েছে আগাম সবজি চাষে।

এ লক্ষ্যে সকল প্রকার পরামর্শ ও প্রশিক্ষণ দেয়া হচ্ছে বলে জানিয়েছে, নড়াইল কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ পরিচালক দীপক কুমার রায়। চলতি রবি মৌসুমে জেলায় ১হাজার ৯শ’ ৭৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।

সূত্র, DBC বাংলা