Type to search

নৌ-যান শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রতাপ উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

অভয়নগর

নৌ-যান শ্রমিক ফেডারেশনের প্রতিষ্ঠাতা প্রতাপ উদ্দিনের মৃত্যু বার্ষিকী পালন

অভয়নগর(যশোর) প্রতিনিধি
অভয়নগরে নৌযান শ্রমিক ফেডারেশানের আয়োজনে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন-এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শ্রমিক জননেতা প্রতাপ উদ্দিন আহমেদ-এর ২৬ তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে নৌ-যান শ্রমিক ফেরারেশনের নওয়াপাড়া শাখা অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ অভয়নগর থানা কমিটি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশন নওয়াপাড়া শাখার উদ্যোগে আলোচনা সভা বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি শ্রমিকনেতা বাহারুল ইসলাম (বাহার)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা জেলা সভাপতি শ্রমিকনেতা নাজিউর রহমান নজরুল, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সভাপতি ও বাংলাদেশ নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় উপদেষ্টা শ্রমিকনেতা আশুতোষ বিশ্বাস, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা সহ-সম্পাদক কৃষকনেতা কামরুল হক লিকু, নৌ-যান শ্রমিক ফেডারেশনের খুলনা বিভাগীয় কমিটির উপদেষ্টা শ্রমিকনেতা রেজাউল করিম, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন নগরবাড়ি শাখা যুগ্ম-সম্পাদক শ্রমিকনেতা নোমান হোসেন টিটো মাস্টার, বাংলাদেশ লঞ্চ লেবার এসোসিয়েশন মোংলা শাখার সহ-সম্পাদক শ্রমিকনেতা শাহ্ জাহান মাস্টার, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট নেতা নাজমুল হুসানইন প্রমুখ।

আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, প্রতাপউদ্দিন আহম্মেদ-এর সবচেয়ে বড় পরিচয় তিনি সাম্রাজ্যবাদ, সামন্তবাদ, আমলা দালালপুঁজি বিরোধী জাতীয় মুক্তির লড়াইয়ের অন্যতম কান্ডারী। তিনি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন, লঞ্চ লেবার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ- স্কপের স্টিয়ারিং কমিটির সদস্য। তিনি আন্তর্জাতিক শ্রমিক সংস্থা- আইএলও- এর সঙ্গে সম্পর্কিত ন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটি অব ওয়ার্কার্স এডুকেশন- এর কেন্দ্রীয় সদস্য ছিলেন।