Type to search

অভয় নগরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

অভয়নগর

অভয় নগরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানে ৭০ হাজার টাকা জরিমানা

অভয় নগরে ভোক্তা অধিকার সংরক্ষন অধি দপ্তরের অভিযানে চারটি প্রতিষ্ঠানে৭০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।  রবিবার রবি দপ্তরের যশোর  অধিদপ্তর এর  যশোর জেলা কার্যালয় কর্তৃক উপজেলার নওয়াপাড়া বাজারে এ অভিযান  পরিচালনা করা হয়। অন্ডপ্রাপ্ত ওইসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাতক্ষীরা প্লাস কে ৪৩ (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন) ধারায় ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকা ও প্যারাডাইস হোটেল এন্ড রেস্টুরেন্ট কে ৪৩ (অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন) ধারায় ২০,০০০/- (কুড়ি হাজার), মেডিসিন কর্ণার কে ৩৭ (ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়) ধারায় ১৫,০০০/- (পনেরো হাজার) ও শাহ ফার্মেসী কে ৩৭ (ফিজিশিয়ান স্যাম্পল বিক্রয়) ধারায় ১০,০০০/- (দশ হাজার) টাকা মোট ০৪ (চার) টি প্রতিষ্ঠানকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যের অপরাধে ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, সৈয়দা তামান্না তাসনীম, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য জনাব মোঃ আব্দুর রকিব সরদার এবং জেলা পুলিশের একটি টিম। ভ্রাম্যমান  আদালত জানান জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনা করে  অভিযান অব্যাহত থাকবে।