Type to search

 কেশবপুরে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে 

কেশবপুর

 কেশবপুরে শান্তিপূর্ণ পরিবেশে উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে 

জাহিদ আবেদীন বাবু, কেবশপুর (যশোর)
যশোরের কেশবপুরে উপজেলা পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ  পরিবেশে ভোট গ্রহণ চলছে। এ উপজেলায় প্রতিদ্বন্দ্বীতা করছেন চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে- ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ২ জন।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীকারী প্রার্থীরা হলেন
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক চম্পা ( মার্কা শালিক পাখি),
উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান মফিজ (মার্কা ঘোড়া), সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ নূর আল আহসান বাচ্চু (মার্কা দোয়াত কলম), উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক কাজী মুজাহিদুল ইসলাম পান্না (মার্কা হেলিকপ্টার), বিশিষ্ট ঔষধ ব্যবসায়ী ইমদাদুল হক রিপন ( মার্কা আনারস), ওবায়দুর রহমান (মার্কা জোড়া ফুল), অধ্যক্ষ এস এম মাহাবুবুর রহমান উজ্জল( মার্কা মোটরসাইকেল) ।
       ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল্লাহ আল মামুন মার্কা (তালা), গাজী মনিরুজ্জামান ( মার্কা টিউবওয়েল), সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা ( মার্কা মাইক), বর্তমান ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক (মার্কা উড়োজাহাজ) ও সুমন সাহা (মার্কা চশমা)। ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুইজন হলো উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল( মার্কা ফুটবল) ও সাবেক পৌর কাউন্সিলর মনিরা খানম (মার্কা কলস)।
উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম বলেন, এ
উপজেলার ১ টি পৌর সভা ও ১১ টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা হলো ২ লাখ ২০ হাজার ৯৫৪। এর মধ্যে  পুরুষ ভোটার ১ লাখ ১১ হাজার ৭৭৫ জন, মহিলা ভোটার  সংখ্যা ১লাখ ৯ হাজার  ১৭৭ জন । হিজড়া ভোটার ২ জন। এ উপজেলায় ৯৫ কেন্দ্রের ৬৭০ টি ভোট কক্ষে:ভোট গ্রহণ চলছে।
কেশবপুর পৌর এলাকার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে গিয়ে দেখা গেছে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। তবে ভোটারের উপস্থিতি খুবই কম। এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার রুপালি রানী জানান, এ কেন্দ্রে মোট ভোটার ৩৪৭৪জন, এর মধ্যে পুরুষ ভোটার ১৬৪৮জন, নারী ভোটার ১৮২৬ জন। সকাল ১০ টা পর্যন্ত এ কেন্দ্রে ৬০ জন ভোটার ভোট প্রদান করেছেন
এ দিকে বাগদহ মজিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০ টা পর্যন্ত ভোট পড়েছে মাত্র ৩০টি, পাঁজিয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ১১ টা পর্যন্ত ভোট পড়েছে ৮৪ টি, প্রতাপপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১১:৩০ মিনিট পর্যন্ত ভোট পড়েছে ৯৩ টি। এ ভাবে চলছে অধিকাংশ কেন্দ্রে ভোট গ্রহণ।