Type to search

চৌগাছায় বর্গা চাষীর বিরুদ্ধে জমির মালিককে টাকা না দিয়ে মারপিটের অভিযোগ

জেলার সংবাদ

চৌগাছায় বর্গা চাষীর বিরুদ্ধে জমির মালিককে টাকা না দিয়ে মারপিটের অভিযোগ

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় জমির মালিক রবীন্দ্রনাথ সেনকে টাকা না দিয়ে মারপিটের অভিযোগে বর্গা চাষী নজরুল ইসলাম (৫৫) ও মহিদুল ইসলাম (৩৪) নামে দুই সহোদরের বিরুদ্ধে চৌগাছা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই জমির মালিক।
লিখিত অভিযোগে রবীন্দ্র নাথ সেন উপজেলার হাকিমপুর ইউনিয়নের স্বরুপপুর মৌজায় আমাদের আড়াই বিঘা জমি নজরুল ইসলামের নিকট বর্গা (ফসলী ভাগে) দেয়া আছে। শর্ত আছে সে যে ফসল চাষ করবে তার অর্ধেক ভাগ দিবে। কিন্তু গত ২ বছর যাবৎ বিবাদি ফসলের কোন ভাগ দেয় না। আমরা বাদিদ্বয়ের নিকট পাওনা ফসলী চাইলে তারা আমাদের’কে নানাভাবে হুমকি দিয়ে আসছে। গত ২২ ফেব্রুয়ারি সন্ধা অনুমান ৭ টায় স্বরুপপুর হাজামবাড়ি মোড়ে বিবাদি নজরুল ইসলামের নিকট পাওনা ফসলী চাইলে সে আমাকে এলোপাতাড়ি কিলঘুষি মারে। আমার ভাই সাধন সেন ঠেকাইতে আসলে ২নং বিবাদি মহিদুল তাকেও এলোপাতাড়ি মারপিট করে। তখন আমার ছোট ভাই উজ্জল সেন আগাইয়া আসিলে বাদিদ্বয় তাকেও এলোপাতাড়ি মারপিট করে আমাদের মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায়। আমরা হাসপাতালে চিকিৎসা নিয়ে অভিযোগ দিতে দেরি হইল।
চৌগাছা থানার ডিউটি অফিসার শুভেন্দু অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।