Type to search

চৌগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিক ও জাতীয় শিশু দিবস পালন

জাতীয়

চৌগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিক ও জাতীয় শিশু দিবস পালন

শ্যামল দত্ত চৌগাছা (যশোর) প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও শিশু দিবসে সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানে কীর্তিতে পুষ্পপুস্তাপক অর্পণ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবসে এক আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহার সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় এমপি ডাঃ তৌহিদুজ্জামান তুহিন তিনি বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জন্ম না হলে এ দেশ স্বাধীন হোতনা আমরা তাঁর নেতৃত্বে স্বাধীনদেশ ভূখণ্ড পেলাম, আমরা সে দেশের বাংলা ভাষা নিয়ে গর্ববোধ করছি এবং মায়ের মুখের ভাষায় কথা বলতে পারছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি জীবদ্দশায় কোন দিন জন্মদিন পালন করেননি, বিভিন্ন সময় ১৪ বছর তিনি কারা ভোগ করেছেন। তিনি বলেছিলেন বাঙালির মুখে হাসি ফোটাতে পারবো, সোনার বাংলা গড়ে তুলতে পারবো, দেশের মানুষের জন্য অন্ন, বস্ত্র, বাসস্থান ও স্বাস্থ্য সেবা দিতে পারব, দেশের ও মানুষের জন্য সব সময় ভাববেন এইজন্য অশ্রু কন্ঠে বলেছিলেন দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হলেই তবে আমার জন্মদিন সার্থক হবে। তিনি জন্মদিনে শিশুদের ভালোবাসতেন তাদের নিয়ে সময় কাটাতেন। তাঁর স্বপ্ন এখন সফল হতে যাচ্ছে তাঁর সুযোগ্য কন্যা দেশরত্ন মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছেন। জাতীয় শিশু দিবসে আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ শিশুরা হবে দেশ প্রেমিক, দেশের জন্য গৌরব উজ্জ্বল বয়ে আনবে , আজকের শিশু আগামী দিনে দেশনেত্রী দেবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ড. অধ্যক্ষ মোস্তানিছুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম হাবিবুর রহমান, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাজনিন নাহার পপি , ভূমি সহকারী কমিশনারের গুঞ্জন বিশ্বাস, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, সিংহঝুলী ইউনিয়ন চেয়ারম্যান হামিদ মল্লিক, চৌগাছা ইউনিয়ন চেয়ারম্যান আবুল কাশেম, সুখপুকুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ধুলিয়ানী ইউনিয়ন চেয়ারম্যান মোমিনুর রহমান মমিন, কৃষি অফিসার মুশাব্বির হোসাইন সহ মসজিদপর ইমাম শিশু ও কিশোর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শিশু শিক্ষার্থীদের চিত্র অঙ্কন প্রতিযোগিতায় প্রতিযোগীকে পুরস্কার দেন।