Type to search

ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

জাতীয়

ভৈরব নদ সংস্কার আন্দোলনের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে ভৈরবের উপর সেতু পুনঃনির্মাণের কাজের নামে পুরাতন সেতু ভেঙে রাবিস নদী গর্ভে ফেলার প্রতিবাদে এ সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার ( ২৬ শেএপ্রিল) বিকাল ৫ টায় বসুন্দিয়া বাজারে ভৈরব নদ সংস্কার আন্দোলন এ প্রতিবাদ সভার আয়োজন করে।

ভৈরব নদ সংস্কার আন্দোলনের নেতা আবদুস সবুর -এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইরাদত হোসেন, হান্নান মোল্লা, জলিল বিশ্বাস প্রমুখ।

বসুন্দিয়া বাজারে ভৈরবের উপর সেতু পুনঃনির্মাণের কাজের নামে পুরাতন সেতু ভেঙে রাবিস নদী গর্ভে ফেলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বক্তারা বলেন, শত শত কোটি টাকা ব্যায় করে নদী খনন করা হয়েছে কি নদী গর্ভে রাবিস ফেলার জন্য? আমরা নদী গর্ভে রাবিস ফেলা বন্ধ করার জন্য নদী কমিশনের যশোর জেলার চেয়ারম্যান জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষন করছি। রাবিস ফেলা বন্ধ না করলে সেতু ভাঙার কাজ বন্ধ করে দিতে বাধ্য হবে জনগণ।