Type to search

অভয়নগরে প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে প্রধান শিক্ষক নজরুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিনিধি
গত ২৭ নভেম্বর ছিলো অভয়নগরে ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলামের শিক্ষকতা জীবনের শেষ কর্মদিবস। তার বয়স ৬০ বছর পূর্ণ হওয়ায় ২৮ নভেম্বর থেকে তিনি বিধি মোতাবেক অবসর গ্রহণ করেছেন। তার শেষ কর্মদিবসে সোমবার সকালে বিদ্যালয় পরিচালনা পর্ষদের আয়োজনে এক বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়। বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপত্বি করেন প্রতিষ্ঠানের সভাপতি ইসমাইল হোসেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য এম এম আমিন উদ্দিন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য আব্দুর রউফ মোল্যা, এলাকার বিশিষ্ট সমাজ সেবক নুরুজ্জামান সরদার, আফসার আলী সরদার, ওয়ার্ড কাউন্সিলর তালিম হোসেন, আওয়ামীলীগের নেতা নজরুল ইসলাম সরদার, রবিউল ইসলাম লুলু, প্রাক্তন প্রধান শিক্ষক পরিতোষ দত্ত, রবীন্দ্রনাথ বিশ্বাস, হিমাংশু বিমল বিশ্বাস, প্রাক্তন শিক্ষক সত্যজিত মন্ডল, প্রাক্তন শিক্ষক প্রণীতি বিশ্বাস, মডেল এডাস স্কুলের সভাপতি মকবুল সরদার, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা ইয়াসমিন, অত্র প্রতিষ্ঠানের বিদ্যুসাহী সদস্য নায়েব তৌহিদুল ইসলাম তহিদ প্রমুখ।
বিদায়ী শিক্ষক ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের ৩৪ বছর শিক্ষকতা করেছেন। প্রথমে তিনি সহকারি শিক্ষক পদে নিয়োগপ্রাপ্ত হন। পওে সহকারি প্রধান শিক্ষক ও সর্বশেষে প্রধান শিক্ষক পদে সুনামের সাথে কর্তব্য পালন করেছেন। বিদায়কালে বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে প্রণঢালা ভালবাসার প্রতীক স্বরুপ নার প্রকার নিত্য পন্য সামগ্রি ও আসবাব প্রদান করে। বিদায় কালে শিক্ষক নজরুল ইসলামের অশ্রæসিক্ত বক্তিৃতায় সকল সকলে আবেগে আপ্লুত হয়ে পড়েন।