Type to search

চৌগাছা উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব দেব মিত্র

চৌগাছা

চৌগাছা উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক আবুল কাশেম, সদস্য সচিব দেব মিত্র

 

চৌগাছা (যশোর) প্রতিনিধি : জাতীয় মৎসজীবি পদকপ্রাপ্ত মাছ চাষী ও আওয়ামী লীগ নেতা লস্কারপুর গ্রামের আবুল কাশেমকে আহবায়ক এবং জামিরা গ্রামের সাবেক ছাত্রলীগ নেতা দেব মিত্রকে সদস্য সচিব করে যশোরের চৌগাছা উপজেলা মৎস্যজীবি লীগের আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে যশোর জেলা মৎস্যজীবি লীগ। সম্প্রতি যশোর জেলা মৎস্যজীবি লীগের আহবায়ক ডা. আবু তোহা ও সদস্য সচিব সেলিম রেজা বাদশা ৩৩ সদস্যের এই কমিটির অনুমোদন দেন।
কমিটিতে ৭ যুগ্ম আহবায়ক করা হয়েছে মনমথপুর গ্রামের আব্দুল হালিম, মৃধাপাড়া গ্রামের প্রভাষক খালেদুর রহমান টিটো, ফকিরাবাদ গ্রামের আব্দুল আলিম চন্টু, পুড়াপাড়া গ্রামের কামাল হোসেন, হাজরাখানা গ্রামের ইউপি সদস্য মনিরুজ্জামান মিলন, মাশিলা গ্রামের ইকবাল হোসাইন ও হাজরাখানা গ্রামের শাহীনুর রহমানকে।
আহবায়ক কমিটির সদস্য করা হয়েছে উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দেবাশীষ মিশ্র জয়, সিংহঝুলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামছুর রহমান টিয়া, স্বরুপদাহ গ্রামের মাহামুদুল হাসান, বাঘারদাড়ি গ্রামের বিল্লাল হোসেন, পলুয়া গ্রামের বাবুল আক্তার, চাঁদপুর গ্রামের এসএম জীম, পাশাপোল গ্রামের শিমুল হোসেন, বেড়গোবিন্দপুর গ্রামের ইন্দ্রজিৎ বিশ^াস, জামিরা গ্রামের আনোয়ার হোসেন, লস্কারপুর গ্রামের হাফিজুর রহমান, গরীবপুর গ্রামের শামিম রেজা, ফতেপুর গ্রামের বিশ^নাথ বসু, মনমথপুর গ্রামের রাসেল রানা, লস্কারপুর গ্রামের উজ্জল হোসেন রনি, বেড়গোবিন্দপুর গ্রামের আক্তার হোসেন, চাঁদপুর গ্রামের এসএম ইমরান, পাতিবিলা গ্রামের মোসাদ্দের হোসেন বিদ্যুৎ, মনমথপুর গ্রামের ভুট্টো মিয়া, রঘুনাথপুর গ্রামের আবু শরীফ বাশার, গরীবপুর গ্রামের কামারুল ইসলাম, জাহাঙ্গীরপুর গ্রামের মোশাহেদুর রহমান, পোষ্ট অফিস পাড়ার শ্যামল কুমার দত্ত, যাত্রাপুর গ্রামের আমিরুল ইসলাম ও অফরা গ্রামের সমীর কুমার চন্দ্রকে।
নবগঠিত কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সদস্য জাতীয় পুরুস্কার প্রাপ্ত মৎস্য চাষী আবুল কাশেম বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এসএম হাবিবুর রহমান ও সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরীরর সাথে পরামর্শ করে প্রকৃত আওয়ামী লীগ পরিবারের সদস্যদের নিয়ে এই কমিটি করা হয়েছে। জেলা মৎস্যজীবি লীগও কমিটির অনুমোদন দিয়েছেন। এখন থেকে দলীয় ও জাতীয় সকল কর্মসূচীতে উপজেলা মৎস্যজীবি লীগ অংশ নেবে।