Type to search

হেডফোন লাগিয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

জেলার সংবাদ

হেডফোন লাগিয়ে রেলক্রসিং পারাপারের সময় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

হেডফোন লাগিয়ে রেললাইন পারাপারের হওয়ার সময় টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাব্বির হোসেন (২৪) ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার বাসিন্দা। নিহতের ভাতিজা আবু রায়হান জানান, ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাস ঢাকার যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে বাসটি আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে ত্রুটি দেখা দেয়। এ সময় বাসের যাত্রীরা নেমে যায়। একপর্যায়ে সাব্বির প্রকৃতির ডাকে সাড়া দিতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রেললাইন পার হওয়ার সময় যুবকের কানে হেডফোন থাকায় ট্রেনের শব্দ শুনতে পাননি বলে ধারণা পুলিশের। এ বিষয়ে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে সাব্বিরের মরদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হবে।সূত্র,ডিবিসি নিউজ