Type to search

নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

নড়াইল

নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থীদের সম্মাননা

নড়াইল প্রতিনিধি
নড়াইল সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পিএসসি. জেএসসি ও এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত প্রায় ৪শত শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২ মার্চ)  বেলা ১১টায় বিদ্যালয় চত্বরে এ সম্মাননা দেয়া হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন সিকদার হিরোকের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ফখরুল হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা শিক্ষা অফিসার এসএম ছায়েদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে ২০২০. ২০২১ ও ২০২২ সালের এসএসসি,২০১৯ সালের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৯২ জন শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়। এছাড়া প্রতি শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের হাতে উপহার হিসেবে বই তুলে দেয়া হয়। এসময় বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
সম্মাননা অনুষ্ঠানে সদ্য প্রকাশিত বৃত্তি পরীক্ষার ফলাফলেও সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় নড়াইল জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বলে জানানো হয়।