Type to search

মনিরামপুরের সুজাতপুর ভায়া ডহরমশিয়াহাটী সড়ক নির্মাণ কাজে নানা অনিয়ম

যশোর

মনিরামপুরের সুজাতপুর ভায়া ডহরমশিয়াহাটী সড়ক নির্মাণ কাজে নানা অনিয়ম

জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা বরাবর এলাকাবাসীর লিখিত অভিযোগ

মনিরামপুরের সুজাতপুর ভায়া ডহরমশিয়াহাটী সড়ক নির্মাণ কাজে নানা অনিয়ম

ভ্রাম্যমাণ প্রতিনিধি:
যশোরের মনিরামপুর উপজেলার ১৫নং কুলটিয়া ইউনিয়নের সুজাতপুর বাজুকুলটিয়া ভায়া ডহরমশিয়াহাটী সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ২ (দুই) কিলোমিটার সড়ক নির্মাণ কাজে নানাবিধ অনিয়মের অভিযোগ পাওয়া গেছে ঠিকাদার আনন্দ বিশ^াসের বিরুদ্ধে। অভিযোগ সূত্রে জানা গেছে সড়ক নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে আমা ইটের খোয়া। এছাড়া যেসব স্থানে প্যালাসাইডিং (পাইলিং) দেয়ার কথা থাকলেও কিছু স্থানে দিচ্ছে কিছু স্থানে দিচ্ছে না, কিছু কিছু স্থানে বালির পরিবর্তে ইটের সুড়কি দেওয়া হচ্ছে। সড়কটি যেভাবে উচু করার কথা সেভাবে উচু না করে চলছে সড়ক নির্মাণ কাজ। এ সকল অনিয়মের ব্যাপারে এলাকাবাসীর বাধা উপেক্ষা করে কোন অদৃশ্য ক্ষমতার বলে সড়ক নির্মাণ কাজ করে চলেছেন ঠিকাদার প্রশ্ন এলাকাবাসীর। এসব অনিয়মের ব্যাপারে ১নং ওয়ার্ড ইউপি সদস্য বিদ্যুৎ কুমার বৈরাগী বলেন গত ১৪ জুলাই সড়কটিতে ঠিকাদার আনন্দ বিশ^াস আমা ইটের খোয়া দিয়ে নির্মাণ কাজ করতে থাকলে আমি এলাকাবাসিদের নিয়ে বাধা দিলে কাজটি বন্ধ হয়ে যায়। সড়ক নির্মাণ কাজ কিছুদিন বন্ধ থাকার পর সুচতুর ঠিকাদার গত ২৪ জুলাই সেই আমা ইটের খোয়া দিয়ে রোলার দিয়ে চেপে দিয়েছে। তিনি আরো বলেন সড়কটি কিছু কিছু স্থানে বালুর পরিবর্তে আমা ইটের গুড়া দিচ্ছে। সড়কের দুপার্শে প্যালাসাইডিং (পাইলিং) কিছু কিছু স্থানে দিচ্ছে, কিছু কিছু স্থানে দিচ্ছেন না। সড়কটি যেভাবে উঁচু করার কথা তাও করা হয়নি। উপায়ন্ত না পেয়ে আমারা এলাকাবাসী বিদ্যুৎ বৈরাগী, তন্ময় মন্ডল, মিল্টন মন্ডল, হিরামন বৈরাগী, সমীরণ বিশ^াস, কিরিতি সরকার, অশোক মন্ডল, হীরা মন্ডল, জয় মন্ডল, রনি মন্ডল, হিরক মন্ডল, বিজয় বৈরাগী, হৃদয় বিশ^াস, টুটুল সরকার, অপূর্ব চক্রবর্তী, সুজন মন্ডল সড়ক নির্মাণ কাজের অনিয়মের ব্যাপারে গত ৩১শে জুলাই জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভূমি কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছি। সড়ক নির্মাণ কাজের ব্যাপারে ইঞ্জিনিয়ার বিদ্যুৎ কুমার দাসের কাছে জানার জন্য তার মুঠোফোনে বার বার যোগাযোগ করা হলে ফোনটি রিসিভ হয়নি। সড়ক নির্মাণ কাজের ঠিকাদার আনন্দ কুমার বিশ^াসের মুঠোফোনে যোগাযোগ করা হলে ফোন বন্ধ পাওয়া গেছে।