Type to search

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় রায়ের প্রতিবাদে নড়াইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল

তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলায় রায়ের প্রতিবাদে নড়াইলে বিএনপির প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের
বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়ের প্রতিবাদে
নড়াইলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ আগস্ট) সকাল সাড়ে
১০টায় জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির সম্পাদকের বাসভবনে এ প্রতিবাদ
সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।
বক্তব্য দেন জেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ মনিররুল ইসলাম বিএনপির
যুগ্ন সাধারন সম্পাদক আলী হাসান, যুগ্ন সাধারন সম্পাদক ও মাইজপাড়া
ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহাবুব মোর্শেদ জাপল,সদর উপজেলা বিএনপির
আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, সদস্য সচিব মোজাহিদুর
রহমান পলাশ, নড়াইল পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক তেলায়েত হোসেন বাবু,লোহাগড়া
উপজেলা বিএনপির আহবায়ক মো: নজরুল জমাদ্দার,কালিয়া উপজেলা বিএনপির সদস্য
সচিব স.ম ওয়াহিদুজ্জাম মিলু, জেলা শ্রমিক দলের সভাপতি সাইদুজ্জামান আমল,
জেলা কৃষক দলের সভাপতি নবীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক
খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মাহমুদুল হাসান
সানিসহ জেলা-উপজেলার নেতারা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের
বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় রায়কে আদালতের
রায় নয় উল্লেখ্য করে বক্তারা বলেন, এ রায় শেখ হাসিনার রায়,এ রায় গণভবনের
রায়। এ রায় আমরা মানিনা। এ রায় বাতিল করে অবিলম্বে সরকারের পদত্যাগ ও
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করা
হবে।
বক্তারা ্আরো বলেন,দেশ ও গণতন্ত্র বাচাতে তারেক জিয়া যে লড়াইয় সংগ্রামের
ডাক দিয়েছেন। সেই সংগ্রামকে এগিয়ে নিতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে
হবে। দেশে এখন স্বৈরশাসন চলছে। এর থেকে মুক্তি পেতে হলে আন্দোলণ
সংগ্রামের বিকল্প নেই। বক্তারা দাবি করেন,দেশ গড়েছেন জিয়া,রক্ষাও করবে
জিয়ার সৈনিকেরা। সমাবেশ থেকে বিএনপির চেয়ার পারসন খালেদা জিয়ার নিঃশর্ত
মুক্তির দাবি করেন।