Type to search

ভ্যাকসিন ছাড়াই সুচ পুশ করার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

জেলার সংবাদ

ভ্যাকসিন ছাড়াই সুচ পুশ করার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

অপরাজেয়বাংলা ডেক্স: টাঙ্গাইলের দেলদুয়ারে করোনার ভ্যাকসিন ছাড়াই সুচ পুশ করার ঘটনার সত্যতা পেয়েছে তদন্ত কমিটি।

ভ্যাকসিন ছাড়াই অনেককে ইনজেকশন পুশ করার অভিযোগ উপজেলা স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে। এর ফলে রবিবার ভ্যাকসিন গ্রহণকারীরা পড়েছেন শঙ্কায়।

ভ্যাকসিন ছাড়া সুই পুশ করার বিষয়টি রবিবার জানাজানি হলে তদন্ত কমিটি গঠন করে সত্যতা পায় কর্তৃপক্ষ। তবে ভ্যাকসিন না পাওয়াদের এখনো শনাক্ত করতে পারেনি তারা।

টাঙ্গাইলের দেলদুয়ারের পাথরাইল গ্রামের বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। রবিবার ভ্যাকসিন নিয়ে শঙ্কায় আছেন তিনি। শুধু সিরাজুল নন। ওই দিন টিকা নেয়া ৪৫৪ জনই আছেন সংশয়ে। স্বাস্থ্য বিভাগের এমন অবহেলায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। টিকা গ্রহণকারীদের স্বজনরা চান দ্রুত প্রতিকার।

টাঙ্গাইলের সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ সাহাবুদ্দিন খান মুঠোফোনে বলেন, ‘টিকা না পাওয়াদের শনাক্ত করা কঠিন বলে জানালেন জেলা সিভিল সার্জন। তবে তাদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।’

এর আগেও করোনাভাইরাসের ভ্যাকসিন ছাড়াই ইনজেকশন পুশের ঘটনা ঘটেছি কি-না তার তদন্ত চায় এলাকাবাসী।

সূত্র,ডিবিসি নিউজ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *