Type to search

বিশ্বে গত এক সপ্তাহেই করোনা শনাক্ত হয়েছে ৪৪ লাখ মানুষ

আন্তর্জাতিক

বিশ্বে গত এক সপ্তাহেই করোনা শনাক্ত হয়েছে ৪৪ লাখ মানুষ

অপরাজেয়বাংরা ডেক্স:  বিশ্বে গত এক সপ্তাহেই করোনা শনাক্ত হয়েছে ৪৪ লাখ মানুষ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, গত দুইমাস বিশ্বের অন্তত দেড়শ দেশে করোনার অতিসংক্রমক ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়েছে সবচেয়ে দ্রুত।

মৃত্যু ও শনাক্তের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে একদিনে আবারও মৃত্যু হয়েছে প্রায় এক হাজার মানুষ। গত এক সপ্তাহে দেশটিতে শনাক্ত হয়েছে প্রায় নয় লাখ মানুষ।

এদিকে এশিয়ার বিভিন্ন দেশেও বাড়ছে করোনার সংক্রমণ। জাপানে শুক্রবার রেকর্ড ২৫ হাজারের বেশি করোনা শনাক্ত হয়েছে। একদিনে দেশটিতে মারা গেছে ৩৩ জন। এছাড়াও ইন্দোনেশিয়ায় করোনার সংক্রমণের ঊর্ধ্বগতি এখনও অব্যাহত রয়েছে। একদিনে দেশটিতে মারা গেছে এক হাজার তিনশ ৪৮ জন। শনাক্ত হয়েছে ২০ হাজারের বেশি।

এদিকে, ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারী প্রতিষ্ঠান জাইডাস ক্যাডিলা’র তিন ডোজের করোনা টিকা ‘জাইকোভ-ডি’ জরুরি ব্যবহারে অনুমোদন দেওয়া হয়েছে। ১২ থেকে প্রাপ্তবয়স্কদের জন্য এ টিকার অনুমোদন দেয়া হয়।সূত্র,ডিবিসি নিউজ