Type to search

অভয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

অভয়নগর

অভয়নগরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত 

পুলিশিং জোয়ারে, পুলিশ জনতার দুয়ারে’ এ শ্লোগানকে সামনে রেখে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, মানব পাচার, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং অপরাধ প্রতিরোধে যশোরের অভয়নগর উপজেলার ৩ নং চলিশিয়া ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ৬ নং বিট পুলিশিং এর আয়োজনে সোমবার সকাল ১১ টায় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
চলিশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হাফিজ খানের  সভাপতিত্বে পরিষদের ডিজিটাল উদ্যোক্তা আবু সাঈদের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অভয়নগর থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মেহেদী মাসুদ, অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন,বিট পুলিশিং কর্মকর্তা গাজীপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মশিয়ার রহমান,  ইউপি সদস্য গোলাম রাসুল তরফদার, মোঃ কামাল মোস্তফা, মোঃ রবিউল ইসলাম, সাংবাদিক আতিয়ার রহমান, মাহবুবর রহমান,   সংরক্ষিত মহিলা সদস্য  আমেনা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মেদ মোড়ল, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নাসির সরদার, যুবলীগ নেতা মিলন কুমার মন্ডল, আকরাম সানা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় বক্তারা এলাকায়
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিয়ে, মানব পাচার, সাইবার ক্রাইম, কিশোর গ্যাং অপরাধ সহ বিভিন্ন আপরাধ মুলক কর্মকাণ্ড প্রতিরোধ করে বিট এলাকায় শান্তি ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ বিষয়ে  আলোচনা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *