Type to search

বাগদেবী বন্দনায় ফুলতলা মোজাম মহলদার(এম এম)কলেজ

ধর্ম

বাগদেবী বন্দনায় ফুলতলা মোজাম মহলদার(এম এম)কলেজ

ডেক্স রিপোটঃ

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা আর নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিবছরের ন্যায় এ বছরও খুলনার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফুলতলা মোজাম মহলদার(এম এম)কলেজে আজ হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা উদযাপিত হয়েছে।কলেজ মন্দিরে সকাল ১০টার থেকে এ পূজা শুরু হয়ে তা প্রায় বেলা ১২ টা পর্যন্ত চলে।এ সময় কাঁসর, শঙ্খ ও উলুধ্বনিতে মুখরিত হয়ে ওঠে প্রতিষ্ঠানটির মন্দির প্রাঙ্গণ। শাস্ত্রমতে, প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্র কল্যাণময়ী এ বিদ্যাদেবীর বন্দনা করা হয়। ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা সরস্বতী দেবীর এ আরাধনা করেন।
উল্লেখ্য, পূজা উপলক্ষ্যে অত্র প্রতিষ্ঠানটির সর্বজন শ্রদ্ধেয় অধ্যক্ষ জনাব মোঃ মিজানুর রহমান স্যার সহ কলেজের অন্য আরো অনেক শিক্ষকই এ সময় সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ।একই সঙ্গে এ সময়ে খুলনা মিলিটারি স্কুল এন্ড কলেজের সনাতন ধর্মালম্বী শিক্ষক ও শিক্ষার্থীরাও এ পূজাতে অংশগ্রহণ করে পূজার ভাবগাম্ভীর্যে কে আরো বৃদ্ধি করে। উক্ত পূজার সামগ্রিক পরিবেশ কে সুশৃঙ্খল ভাবে পরিচালনার ক্ষেত্রে অত্র কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রদ্যুৎ রুদ্র চৈতী ও রসায়ন বিভাগের প্রদর্শক উত্তম নন্দী স্যার বিশেষ ভূমিকা রাখে । এছাড়া পূজা পরবর্তী সংক্ষিপ্ত সঙ্গীতায়োজনে শিল্পী অনন্যা নন্দী ও দিব্য জ্যোতি নন্দী সকলকে সঙ্গীতের সুর মূর্ছনায় আন্দোলিত করে তোলে ।