Type to search

আইনে পরিণত হল ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি

আন্তর্জাতিক

আইনে পরিণত হল ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি

অপরাজেয় বাংলা ডেক্স

ব্রিটিশ পার্লামেন্টে অনুমোদনের পর আইনে পরিণত হয়েছে যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের ব্রেক্সিট-পরবর্তী বাণিজ্য চুক্তি।  

স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বাক্ষরের মাধ্যমে চুক্তিটি আনুষ্ঠানিকভাবে আইনে পরিণত হয়। বৃহস্পতিবার রাত এগারোটা থেকে কার্যকর হতে চলেছে এই চুক্তি।

এর আগে দুই কক্ষ বিশিষ্ট ব্রিটিশ পার্লামেন্টে ভোটাভুটিতে চুক্তিটির অনুমোদন দেয় যুক্তরাজ্যের সংসদ সদস্যরা। চুক্তিটি অনুমোদন দেয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের ধন্যবাদ জানান।

২০১৬ সালে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হওয়ার পক্ষে ভোট পড়ে। এরপর থেকে ব্রিটিশ নাগরিকদের ওই সিদ্ধান্ত কার্যকরে কাজ করে আসছিল ব্রিটিশ প্রশাসন।

সূত্র, DBC বাংলা