Type to search

বন্য শূকরের আক্রমনে একজনের মৃত্যু

জাতীয়

বন্য শূকরের আক্রমনে একজনের মৃত্যু

অপরাজেয় বাংলা ডেক্স :

বরগুনার সদর ইউনিয়নের ক্রোক গ্রামে বন্য শূকরের আক্রমনে আঃ মন্নান (৭০) নামের এক জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে ক্রোক গ্রামীন ব্যাংক এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানানা, বেশ কয়েকদিন যাবৎ গ্রামীণ ব্যাংকের পিছনে জলাশয় ও জঙ্গলে একটি বন্য শূকরের অবস্থান তারা লক্ষ্য করেন। ইতোমধ্যে দুজনকে বন্য শূকর ধাওয়া করেছে বলেও তারা জানান।

প্রতিদিনের মত আজও বৃদ্ধ আঃ মন্নান জলাশয় থেকে শাপলা তুলতে গেলে বন্য শুকুরের আক্রমনের শিকার হন। শূকর আক্রমন করলে ডাকচিৎকার শুনে লোকজন উপস্হিত হয়ে শূকরটিকে ধাওয়া করে গুরুত্বর জখম অবস্হায় তাকে উদ্বার করে আনার পরেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্হলে উপস্হিত হয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাধে সত্যতা লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।

এদিকে বন্য শূকরের আক্রমনে বৃদ্ধর মৃত্যুর ঘটনায় ঐ গ্রামে আতংক ছড়িয়ে পড়েছে। এ ব্যাপারে বরগুনা বনবিভাগের কর্মকর্তাদের সাথে মোবাইলে যোগাযোগের চেস্টা করে মোবাইল বন্ধ পাওয়া গেছে

 

সূত্র, bd24live.com