Type to search

মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

অভয়নগর

মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

প্রিয়ব্রত ধর,স্টাফ  রিপোটারঃ


যশোর জেলার অভয়নগর উপজেলার সুন্দলী ইউনিয়নের রামসরা গ্রামে গল্পে গল্পে মুক্তিযুদ্ধ বিষয়ক স্মৃতি চারণ অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

আজ শুক্রবার (৫ মে) সকাল এগারোটায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বীর মুক্তিযোদ্ধা অরবিন্দ বৈরাগীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক সুনীল কুমার দাস,বীর মুক্তিযোদ্ধা বাবু সুষেন কুমার মন্ডল,বীর মুক্তিযোদ্ধা শিবপদ মন্ডলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারী গোলদার বলেন,১৯৭১ সালে বীর মু্ক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীন একটি দেশ পেয়েছি। সেদিন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ স্বাধীন করার জন্যই আমরা আমাদের নিজ মাতৃভাষা বাংলায় কথা বলতে পারছি না। আর তা না হলে আজ আমরা আমাদের মায়ের ভাষায় কথা বলতে পারতাম না।
এছাড়া শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার জন্য পরামর্শ দেন
অনুষ্ঠান শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেষ্ট ও বই এবং ৫০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরন করা হয়।
পরে রুগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *