Type to search

নড়াইলে অবৈধ জাল রাখার দায়ে এক বছরের কারাদন্ড হাজার টাকা জরিমানা

নড়াইল

নড়াইলে অবৈধ জাল রাখার দায়ে এক বছরের কারাদন্ড হাজার টাকা জরিমানা

নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় মাছ শিকারের জন্য ব্যবহৃত অবৈধ জাল রাখার দায়ে সোহেল
কাজী নামে একজনকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১ হাজার টাকা জরিমানা করেছেন
ভ্রাম্যমাণ আদালাত।
সোমবার (৭ আগষ্ট) দুপুরে কালিয়া বাজার এলাকার বড় কালিয়া গ্রামের সোহেল
কাজীর ঘর থেকে অবৈধ জাল উদ্ধার করা হয়।
কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত
রায় দীপন বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে উপজেলা মৎস্য
কর্মকর্তা আবু রায়হান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ্ত রায় দীপন ও
কালিয়া থানা পুলিশের সহযোগিতায় কালিয়া বাজার এলাকার বড় কালিয়া গ্রামের
সোহেল কাজীর ঘর থেকে প্রচুর পরিমাণ মাছ শিকারের অবৈধ জাল উদ্ধার করে তাকে
আটক করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে কারাদন্ড ও অর্থ
জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী
ম্যাজিস্ট্রেট প্রদীপ্ত রায় দীপন বলেন, মাছ শিকারের জন্য অবৈধ জাল রাখার
দায়ে সোহেল কাজীকে এক বছরের সশ্রম কারাদন্ড ও ১হাজার টাকা জরিমানা করা
হয়েছে।
এসময় কালিয়া উপজেলা নির্বাহী অফিসার রুনু সাহার উপস্থিতে উপজেলা চত্বরে
অবৈধ জাল আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয। এসময় উপস্থিত গণ্যমান্য ব্যক্তি
ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।