Type to search

ফেনীর ছয় লেন ফ্লাইওভারের সুফল পাচ্ছেন দেশবাসী

জাতীয়

ফেনীর ছয় লেন ফ্লাইওভারের সুফল পাচ্ছেন দেশবাসী

অপরাজেয় বাংলা ডেক্স

 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল মোড়ের চরম যানজটে নাকাল হতো এই মহাসড়কে যাতায়াতকারীরা। কিন্তু গত তিন বছরে পাল্টে গেছে সেই দুর্ভোগের চেহারা।

দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার চালুর পর তিন বছরে সময় যেমন সাশ্রয় হয়েছে, তেমনি কমেছে মানুষের ভোগান্তিও।

 

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মহিপালে চর্তুমুখী সংযোগের কারণে যানজট ছিল নিত্যনৈমত্তিক ব্যাপার। যানজটের কারণে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হতো যানবাহনকে।  এতে সময় নষ্টসহ পরিবহন যাত্রীদের। আর পণ্যবাহী বাহনে থাকা কাঁচামালের ব্যাপক ক্ষতিও হতো। এছাড়া দুর্ঘটনায় অনেক প্রাণহানিও ঘটতো।

 

২০১৫ সালের ১লা এপ্রিল দেশের একমাত্র ও প্রথম ৬ লেনের ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়। ২০১৮ সালের ৪ঠা জানুয়ারি খুলে দেওয়া হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নির্মিত দেশের প্রথম ছয় লেনের ফ্লাইওভার।

 

এলাকাবাসী ও চালকরা জানান, ফ্লাইওভার নির্মাণের ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই কোন যানজট।  অপরদিকে ফ্লাইওভারের নিচ দিয়ে মহিপাল হয়ে বৃহত্তর নোয়াখালী ও পার্বত্য জেলাসহ অন্যান্য দূরপাল্লার গাড়িগুলো চলাচল করছে যানজট ছাড়াই।

মহিপালে ৬ লেন সেতু নির্মাণ ব্যয় হয়েছে ১৮১ কোটি ৪৮ লাখ টাকা। সেনাবাহিনীর ১৯ ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন লিমিটেডের তত্ত্বাবধানে নির্মাণকাজ সম্পূর্ণ হয়।

সূত্র, DBC বাংলা