Type to search

চৌগাছায় জীবনের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

জেলার সংবাদ

চৌগাছায় জীবনের নিরাপত্তা চেয়ে কৃষকের সংবাদ সম্মেলন

চৌগাছ (যশোর) প্রতিনিধিঃ  যশোরের চৌগাছায় জীবনের নিরাপত্তা চেয়ে কৃষকেরা এক সংবাদ সম্মেলন করেছেন। শনিবার দুপুরে উপজেলার নারায়নপুর ইউনিয়রে ঝাঁওতলা বাজার নামক স্থানে কাঁদবিলা গ্রামের কৃষকরা এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে কৃষকদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কাঁদবিলা গ্রামের মৃত মমিনুর রহমানের ছেলে কৃষক ফারুক হোসেন সোহাগ। তিনি তার বক্তৃতায় বলেন, ২০/২৫ বছর আগে আমারে গ্রামের মাঠে একটি ডিপটিওয়েল ছিল যা মেশিন দ্বারা চালিত। যা দীর্ঘ দিন যাবৎ বন্ধ ছিল। বন্ধ থাকায় আমরা এলাকার কৃষকরা কৃষি জমিতে সেচ কাজের জন্য দুই মাঠে দুটি বিদ্যুৎ চালিত মোটর নিই। এ দুটি মোটর থেকে ৫/৬ বছর যাবৎ এলাকার কৃষকরা তাদের কৃষি জমিতে সেচ নিয়ে আসছেন। এ বছর হঠাৎ করে এলাকার কিছু অর্থলোভী লোক দীর্ঘদিন বন্ধ থাকা ডিপটিওয়েলটিতে অবৈধ ভাবে অর্থের বিনিময়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে তা চালু করেছেন। বর্তমানে তারা আমাদেরকে বিভিন্ন ভাবে মাঠে পানি সেচ দিতে বাঁধা ও নিষেধ করে আসছে। আমরা কৃষকরা তাদের বাঁধা নিষেধ না মানায় তারা ক্ষিপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে তাদের লাঠিয়াল সর্দার মান্দারতলা গ্রামের আরজান আলীর ছেলে মনিরুজ্জামান জামাল তার ব্যবহৃত ফেজবুক আইডিতে আমাদেরকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে আসছে। তাছাড়া আমাদেরকে সমাজে ছোট করতে ও গ্রাম থেকে উচ্ছেদ করতে বিভিন্ন ফন্ধি করে চলেছে। আমরা এলাকার শান্তিপ্রিয় কৃষকরা এর সঠিক বিচার দাবী করছি। সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সবেক মেম্বর সেলিম আজাদ ছালাম, মেম্বর লুৎফর রহমান, মুক্তিযুদ্ধা আলীম উদ্দীন, মাষ্টার মমিনুর রহমান, কৃষক বজলুর রহমান, বাবলুর রহমান, জালাল আহমেদ, ফারুক হোসেন, শাহীনুর রহমান, শহিদুল ইসলাম, শাবলুর রহমান, মনিরুজ্জামান, আশিকুল ইসলাম, ছাকাওত হোসেন প্রমুখ। এ ব্যাপারে মনিরুজ্জামান জামাল বলেন. আমি ফেসবুকে না বুঝে কিছু আবল-তাবল কমেন্ট লিখে ফেলেছি, আমি যে হুমকি ধামকি দিয়েছি তা না বুঝে। আমার ভুল হয়েছে। ভবিষ্যতে আর এমন হবে না।