Type to search

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শনার্থীদের ঢল

জেলার সংবাদ

চাঁপাইনবাবগঞ্জে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় দেখতে দর্শনার্থীদের ঢল

চাঁপাইনবাবগঞ্জে অনুষ্ঠিত হলো গ্রামবাংলার ঐহিত্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। আর এই ঘোড়দৌড় দেখতে হাজারো দর্শকের ঢল নামে সদরের ঘুঘুডিমা মাঠে।

 

গ্রামবাংলার হারিয়ে যাওয়া খেলাগুলো নিয়ে প্রতিবছরই আয়োজন করা হবে বলে জানালেন আয়োজক এবং স্থানীয় জনপ্রতিনিধিরা।

গেল কয়েক বছর ধরেই চাঁপাইনবাবগঞ্জ সদরের ঘুঘুডিমা ফুটবল মাঠে হয়ে আসছে ঘোড়দৌড় প্রতিযোগিতা। এবার বিভিন্ন জেলার প্রায় ৪৪টি ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। করোনার মাঝে কোনো বিনোদনের ব্যবস্থা না থাকায়, এই প্রতিযোগিতা দেখে খুশি অনেকেই।

ঘুঘুডিমা ফুটবল মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশ করতে পেরে খুশি খেলোয়াড়রাও। আর এ ধরনের খেলা আয়োজনে সরকারের সহযোগিতাও চেয়েছেন তারা।

অংশগ্রহণকারীদের একজন বলেন, আমি বগুড়া থেকে এসেছি এখানে ঘোড়া দাবড়াতে। এটা আমার অনেক ভালো লাগে। আমি চাই প্রতিবছর এই ঘোড়দৌড় হোক।

ঘুঘুডিমা যুব সংঘ ক্লাবের সভাপতি নাসরিন আকতার বলেন, আমার ইচ্ছে আছে প্রতিবছর এই ঘোড়দৌড়ের আয়োজন করবো। আমি যতদিন বেঁচে আছি।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম বলেন, দর্শকদের বিনোদনের কথা ভেবে স্বাস্থ্যবিধি মেনে ঘোড়দৌড়ের আয়োজন করা হয়েছে। প্রতিবছরই চেষ্টা করব ঘোড়দৌড়সহ গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলার আয়োজন করার।

ঘুঘুডিমা যুব সংঘ ক্লাবের আয়োজনে ঘোড়দৌড় প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।

 

সূত্র, DBC বাংলা