Type to search

নড়াইলে মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের র‍্যালি আলোচনা ও অনুদান বিতরণ

জাতীয়

নড়াইলে মহান মে দিবস উপলক্ষে ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের র‍্যালি আলোচনা ও অনুদান বিতরণ

 

নড়াইল প্রতিনিধি

মালিক শ্রমিক গড়বো দেশ স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগানে ১৩৮ তম মহান মে দিবস- ২০২৪ উপলক্ষে নড়াইল সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন ১৫৩১ এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১মে) সকাল দশটায় নড়াইল পুরাতন বাস টার্মিনাল থেকে রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে নড়াইল সদর উপজেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সভাপতি রেজাউল মোল্যার সভাপতিত্বে, সাংগঠনিক সম্পাদক নূরুল আরমান এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, নড়াইল পুৌরসভার মেয়র আঞ্জুমান আর, নড়াইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নড়াইল বাস-মিনিবাস পরিবহন মালিক সমিতির সভাপতি মো: সরদার আলমগীর হোসেন আলম, নড়াইল উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী, তোফায়েল মাহমুদ তুফান, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক মো: তরিকুল বিশ্বাস, চন্ড্রিবারপুর ইউনিয়নের ও সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি দিলীপ কুমার ঘোষ, ইমারত নির্মান শ্রমিক ইউনিয়নে সাবেক সাধারণ সম্পাদক মো: শহিদুল ইসলাম। এছাড়া এসময় আরও উপস্থিত ছিলেন, ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো: ছমির মোল্যা, দপ্তর সম্পাদক মো: মাসুম ইসলাম, অফিস সহকারী মোঃ ইমদাদুল ইসলাম,সদস্য মো: ওসিকুল সিকদারসহ সকল ইমারত নির্মান শ্রমিকবৃন্দ। আলোচনা সভা শেষে বিভিন্ন সময়ে আহত হওয়া ৭ জনের মাঝে ১লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।