Type to search

পবিত্র শবে কদর আজ

জাতীয়

পবিত্র শবে কদর আজ

 

 

অপরাজেয় বাংলা ডেক্স :  আজ রবিবার (৯ মে) ২৬ রমজান। আজ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

আরবি শব্দ ‘লাইলাতুল’ অর্থ রাত  এবং ‘কদর’ শব্দের অর্থ মর্যাদা।  অর্থাৎ লাইলাতুল কদর অর্থ মহিমান্বিত রাত। ইসলাম ধর্ম অনুসারে, লাইলাতুল কদরে সৌভাগ্য বয়ে আনে। এ রাতে মানবজাতির ভাগ্য পুনর্নির্ধারিত হয়। এ কারণে লাইলাতুল কদরের রাত অত্যন্ত পূণ্যময়।  এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়েও অধিক পূণ্যের।

তিনি বলেন,  এই রাতেই পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছে। এ রাতে গুনাহ মাফ চেয়ে আমাদের বেশি বেশি ইবাদত, কোরআন তিলাওয়াত করা উচিত।

২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে অনেক  আলেমরা মনে করেন।  এ কারণে ২৬ রমজানের দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হয়ে আসছে।সূত্র,বাংলাট্রিবিউন

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *