Type to search

মাগুরায় ত্রিমুখি সংঘষে চারজন নিহত

অন্যান্য

মাগুরায় ত্রিমুখি সংঘষে চারজন নিহত

অপারাজেয় বাংলা ডেক্স: : মাগুরায় দুটি বাস ও একটি মাইক্রোবাসের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
শুক্রবার দুপুরে মাগুরা-যশোর মহাসড়কে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন সদর থানার ওসি সাইদুর রহমান।
তারা হলেন, চাকলাদার পরিবহনের হেলপার যশোর সদরের রূপদিয়ার নুরুল আমিনের ছেলে আমিনুল ইসলাম (৪০) এবং নরসিংদী জেলার ফখরুল ভূঁইয়া (৩৫)।
তাৎক্ষণিকভাবে অন্যদের পরিচয় জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও পুলিশ।
আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডা. অমর প্রসাদ জানান, ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
“অনেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।”
মাগুরা ফায়ার সার্ভিসের ডিএডি মাছুদ সর্দার জানান, দুপুর দুইটার দিকে হাইওয়েতে মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় যশোরগামী চাকলাদার পরিবহন এবং একটি মাইক্রোবাসের সঙ্গে যশোর থেকে ঢাকামুখী সোহাগ পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়। ওই সময় চাকলাদার পরিবহনের বাসটি রাস্তার পাশের খাদে পড়ে গিয়ে এর চার যাত্রী নিহত হন। আহত হন উভয় বাসের কমপক্ষে ৩০ যাত্রী।
খাদে পড়ে যাওয়া বাসটি সন্ধ্যা পর্যন্ত রাস্তার উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলছিল বলে জানান ডিএডি মাছুদ সর্দার।

সূত্র : সুবণভূমি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *