Type to search

বাঘারপাড়ায় নির্মাণাধীন রেলপথের উপর পানি বন্ধী মানুষের অবস্থান ও বিক্ষোভ 

বাঘারপাড়া

বাঘারপাড়ায় নির্মাণাধীন রেলপথের উপর পানি বন্ধী মানুষের অবস্থান ও বিক্ষোভ 

প্রিয়ব্রত ধর,ভ্রাম্যমান প্রতিনিধি : পানি নিস্কাশনের ব্যবস্থা না রেখে অপরিকল্পিত ভাবে ঢাকা- খুলনা রেলপথ নির্মাণের কারণে বাঘারপাড়ার জামদিয়া ও বাসুয়াড়ী ইউনিয়নের ফসলি জমি ,বসত বাড়িতে জমছে পানি । ৩ দিনের বর্ষনে পানিতে ভেসে গিয়েছে পুকুরের লক্ষ লক্ষ টাকার মাছ। বিপদে পড়ে আজ সকালে পানি বন্দী মানুষ নির্মাণাধীন রেলপথের উপর অবস্থান নিয়ে বিক্ষোভ করে ।এ সমায়ে বাঘারপাড়া উপজেলার ভাইস-চেয়ারম্যান আব্দুর রউফ , মহিলা ভাইস-চেয়ারম্যান বিথীকা বিশ্বাস এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দী মানুষের সাথে একাত্মতা ঘোষনা করেন । এ সময় আরো উপস্থিত ছিলেন মিজানুর রহমান ,বিপুল বিশ্বাস , আজাদ হোসেন , আব্দুর সবুর সহ স্থানীয় আরো অনেকে । ওয়ার্কার্স পার্টি মার্কসবাদীর নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন ।পানিবন্দি মানুষের একটাই দাবি দ্রুত সময়ের মধ্যে  পানি নিস্কাশনের মাধ্যমে তলিয়ে যাওয়া ফসলি জমি চাষের উপযোগী করে দেওয়া হোক।