Type to search

নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে সৃষ্ট যানজটে জনগণের ভোগান্তি \ ক্ষুব্ধ জনগন

অভয়নগর

নওয়াপাড়া স্বাধীনতা চত্বরে সৃষ্ট যানজটে জনগণের ভোগান্তি \ ক্ষুব্ধ জনগন

আলমগীর হোসেন –

শিল্প বাণিজ্য ও বন্দর নগরী নওয়াপাড়ার স্বাধীনতা চত্বরে যানজট চরম পর্যায়ে পৌঁছেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যানযটে সাধারণ মানুষের ভোগান্তির শেষ নাই। ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে জরুরী রোগী পরিবহন।
তথ্যানুসন্ধানে জানা গেছে, এই মোড়ে অবৈধভাবে ভ্যান, ইজিবাইক, ও সি, এন, জি ৭/৮ টি ষ্ট্যান্ড রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫টি ক্লিনিক ওই সহকের অদূরে অবস্থিত। সড়কের যানজটের কারনে জরুরী রোগী পরিবহনে মারাত্মক ঝুঁকিতে থাকতে হয়। তাছাড়া রাস্তার ওপর দাঁড়িয়ে পরিবহনে যাত্রী ওঠানামা করে। যে করনে যানজট লেগে থাকে। সড়কটি মনিরাপুর উপজেলা ও কেশবপুর হয়ে সাতক্ষীরা যাওয়ার সক্ষিপ্ত পথ হওয়ার দরুন অনেক গুরুত্ব বহন করে। অপর দিকে যশোর -–খুলনা যাতায়তের পাইপাস হিসাবে ব্যবহৃত হয় আরো একটি সড়ক। ওই দুই সড়কের মিলন ঘটেছে স্বাধীনতা চত্বরে। এখানে ট্রাফিক নিয়ন্ত্র না থাকায় অনিয়ম ঢুকে পড়ে বিপরীত মুখী যানবাহন যে কারনে এ যান জট বলে অনেকে মন্তব্য করেছেন। ভুক্তভোগী নওয়াপাড়া গ্রামের সুমন হোসেন, ও বুইকরার রাসেল ইসলাম বলেন, এখাটে ট্রাফিক ব্যবস্থা না থাকায় নিয়ম মেনে কেউ গাড়ী চালায় না যে কারনে যানজট লেগে থাকে। স্থানীয়দের কয়েকজন ক্ষুব্ধস্বরে বলেন, যানজট নিরসনের দাবি নিয়ে আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা, মেয়র সহ অনেক দপ্তরে আবেদন করেছি কিন্তু আজ পর্যন্ত কোন সুরহ হয়নি। রাজনৈতিক ও প্রশাসনের কর্তাদের কাছে অভিযোগ করলেও কোন অদৃশ্য কারণে তারা এড়িয়ে যান। এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্য এ কে এম শামীম হাসান বলেন,‘এখানকার যানজট নতুন কোন সমস্যা না। আমি এখানকার যানজট নিরসনের জন্য মেয়রকে এখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছি। আশাকরি তাড়া তাড়ি সেখানে পুলিশের ব্যবস্থা করা হবে।’