Type to search

অভয়নগরে তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম

অভয়নগর

অভয়নগরে তুচ্ছ ঘটনায় কলেজ ছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে জখম

স্টাফ রিপোর্টার:
অভয়নগরে কলেজ ছাত্র সৈকত গাইন জয়ের উপর সন্ত্রাসী হামলা হয়েছে। তাকে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করেছে। তার অবস্থা আশাংখা জনক। ঘটনাটি ঘটেছে উপজেলা ভাঙ্গাগেট এলাকায়। গত সোমবার বেলা ১০ টার সময় পৌরসভার ১ নং ওয়ার্ডের ভাঙ্গাগেট মিল সংলগ্ন এলাকায় সৈকত গাইন জয়কে মোটর সাইকেল থেকে নামিয়ে লোহার রড, লোহার পাইপ দিয়ে বেদম মারপিট করা হয়েছে। সৈকত গাইন জয় উপজেলার আমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাসুদেব কুমার গাইনের ছেলে। জয় নওয়াপাড়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞানে (অনাসর্) ১ম বষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, গত ১৫ই অক্টোবর দূর্গা পূজা বিজয় দশমী বির্সজনের রাতে আমডাঙ্গা পুজা মন্দিরের সামনে ভাঙ্গাগেট কলোনিপাড়া এলাকার মেহেদী ও জিসান নামের ব্যক্তি মোটর সাইকেল যোগে এসে মন্দিরে থাকা লোকেদের উপর ধাক্কা দেয়। এতে দুই জন শিশু আহত হয়। ওই সময় অমিত সরকার নামের এক ব্যক্তি উপস্থিত হয়ে। মেহেদী ও জিসানকে সাবধান করতে থাকে। এরপর সেখানে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সৈকত গাইন জয় অমিত সরকারকে তর্ক না করতে নিষেধ করে । তাকে ডেকে নিয়ে জয় চলে আসে। মন্দিরে থাকা পুলিশ সদস্য ও আনসার সদস্য মেহেদী ও জিসানকে চড় মেরে বের করে দেয়। পরে মেহেদী ও জিসান হুমকি দিয়ে চলে আসে। কয়েক মাস যাওয়ার পর চলতি মাসের ১৯/১২/২১ তারিখে অমিত সরকার শ্বাসকষ্ঠ জনিত কারণে রাত ১২ টার সময় মারা যান। এরপর মেহেদী ও জিসান জয়কে মারার জন্য সক্রিয় হয়ে ওঠে। বিষয়টি জয়ের কানে যায়। সে ভয়ে আর ভাঙ্গগেট এলাকায় যায় না। জয় ২৭ শে ডিসেম্বর বেলা ১০ টার সময় বাড়ি থেকে মোটর সাইকেল যোগে ভাঙ্গাগেট মিল এলাকার সেলুনে চুল কাটতে যায়। পরে সেলুন দোকান বন্ধ থাকায় ফিরার পথে, উৎপেতে থাকা মেহেদী ও জিসানসহ তার সাঙ্গবাহিনীরা জয়ের উপর সন্ত্রসী হামলা চালায়। লোহার রড , লোহার পাইপ দিয়ে বেদম মারপিট করে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। তার অবস্থা আশংখাজনক। আহত জয়ের মা ডালিয়া বিশ্বাস জানান, ভাঙ্গাগেট কলোনির মৃত নুর মোহাম্মাদের ছেলে মেহেদী ও একই এলাকার লতিফ মোড়লে ছেলে জিসানসহ তাদের লোকেরা বিনা কারণে আমার ছেলেকে এভাবে মেরে জখম করেছে। আমি এর বিচার চাই। কর্তব্যরত ডাঃ শাহিনুর রহমান জানান, আহত সৈকত গাইন জয়ের গায়ে বিভিন্ন জায়গায় ফোলা জখম হয়েছে। বিভিন্ন পরিক্ষা করার পর বুঝা যাবে। তার অবস্থা আশংখা জনক। তাকে ভর্তি করা হয়েছে। এ বিষয়টি নিয়ে মুঠোফোনে ১নং ওর্য়াডের কাউন্সিলর তানভির হোসেন তানু জানান, বিষয়টি আমাকে জানানও হয়েছে। আমি মিমাংসার জন্য চেষ্টা চালাচ্ছি। এব্যপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত অফির্সাস ইনচাজ (ওসি) একেএম শামীম হাসান বলেন, এ ঘটনায় এখনো কোন অভিযোগ হাতে আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিয়া হবে।