Type to search

ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

জাতীয়

ডেঙ্গু জ্বরে নারী চিকিৎসকের মৃত্যু

 

অপরাজেয় ডেক্স-ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এবার তানিয়া সুলতানা নামের একজন নারী চিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে ডেঙ্গু শক সিনড্রোমের কারণে তিনি মারা যান।

ডা. তানিয়া ঢাকার যাত্রাবাড়ি এলাকার বাসিন্দা এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের ৪৭তম ব্যাচের ছাত্রী ছিলেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজে এফসিপিএস পার্ট ২ এর শিক্ষার্থী ছিলেন।

জানা যায়, গত বুধবার তানিয়া ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে প্রথমে ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ওইদিনই তাকে স্থানান্তর করা হয় আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে। কিন্তু সেখানেই তিনি ডেঙ্গু শক সিনড্রোমের কারণে মারা যান।

নিহতের স্বামী আমিনুল বাহার হিমন জানান, জ্বরের কারণে তানিয়ার এভাবে মৃত্যু মেনে নিতে পারছি না। তার মৃত্যুতে আমার সাড়ে তিন বছরের ছেলেটি মা হারা হলো।

এর আগে গত রোববার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হবিগঞ্জের সিভিল সার্জন ডা. শাহাদাত হোসেন মারা যান। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।