Type to search

চৌগাছায় ১৪ প্রতিবন্ধীকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে চেক বিতরণ

চৌগাছা

চৌগাছায় ১৪ প্রতিবন্ধীকে আত্মকর্মসংস্থান সৃষ্টিতে চেক বিতরণ

 

চৌগাছা প্রতিনিধি
যশোরের চৌগাছার ১৪ শারীরিক প্রতিবন্ধীকে ১৫ হাজার টাকা করে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে একটায় চৌগাছা উপজেলা পরিষদ সভাকক্ষে বেসরকারি সংস্থা আশরাফ ফাউন্ডেশন উদ্যোগে প্রাইড প্রকল্পের আওতায় আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রতিবন্ধীদের মাঝে এই চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানার সভাপতিত্বে এবং আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফের সঞ্চালনায় চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন প্রকল্পের প্রকল্প পরিচালক এম ইদ্রিস সিদ্দিকী। সম্মানিত অতিথি ছিলেন সড়ক ও সেতু বিভাগের সাবেক প্রধান প্রকৌশলী আমিনুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ড. মোস্তানিছুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক জেষ্ঠ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার প্রমুখ।
আশরাফ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রাসেল আশরাফ বলেন, আমরা প্রতিবন্ধীদের নিয়ে বিভিন্ন কাজ করে থাকি। সংস্থার প্রাইড প্রকল্পের আওতায় ১৪ প্রতিবন্ধীকে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষে প্রত্যেককে ১৫ হাজার টাকার চেক দেয়া হয়েছে।