Type to search

কেশবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

কেশবপুর

কেশবপুর থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত 

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
 যশোরের কেশবপুর থানা কমপ্লেক্সে চত্বরে রোববার সকালে কেশবপুর থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার(বিপিএম (বার) পিপি এম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এইচ এম আমির হোসেন, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, কেশবপুর পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম মোড়ল, কেশবপুর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা ভাইচ চেয়ারম্যান নাসিমা আক্তার চম্পা, কেশবপুর উলামা পরিষদের সদস্য মাওলানা শহিদুল ইসলাম, সুফলাকাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মনজুরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইয়ার মাহমুদ, সুফলাকাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ, সাতাশকাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেয়ার খাতুন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পুলিশ সুপার বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে মটরসাইকেলের উপর ট্রাফিক পুলিশের অভিযান অব্যহত থাকবে। বিদ্যালয়ে প্রবেশ মুখে সকল প্রকার দোকান ও চা ষ্টলে বখাটে ছেলেদের উৎপাথ, কেরাম বোর্ড ও তাসের জুয়া খেলা বন্ধ করে এবং আগামী ১ অক্টোবর থেকে শারদীয় দূর্গা উৎসব চলাকালে নিরাপত্তার বলায় তৈরি করে শান্তিপূর্ণ পরিবেশে দূর্গা উৎসব পালন নিশ্চিত করতে হবে। তিনি আরো বলেন, সাম্প্রদায়ীক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব পুলিশের। সকল প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে পুলিশ কঠোর হস্তে তা মোকাবেলা করবে। মাদক ব্যবসায়ী, মাদক সেবীদের কঠোর হস্তে দমন করতে হবে এবং বিদ্যালয়গামী ছাত্রীদের উপর ইভটিজিং জনিত অপরাধকে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বন্ধ করতে হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *