Type to search

ঐতিহ্যবাহী পোশাকে অ্যাকুরিয়ামে ডুবুরিদের সাঁতার

আন্তর্জাতিক

ঐতিহ্যবাহী পোশাকে অ্যাকুরিয়ামে ডুবুরিদের সাঁতার

নতুন বছরে দক্ষিণ কোরিয়ার একটি অ্যাকুরিয়ামে ঐতিহ্যবাহী পোশাক হ্যানবক পরে দর্শনার্থীদের বিনোদন দিচ্ছে ডুবুরিরা।

 

অনুষ্ঠানে এই পোশাক পরা হলেও কোন অ্যাকুরিয়ামে এমন দৃশ্য দেখা যাবে তা ছিল দর্শনার্থীদের কাছে অকল্পনীয় । করোনাকালে যা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে ।

ঐতিহ্যবাহী পোশাক হ্যানবক পরে ‘দ্যা ওসিয়ান’ অ্যাকুরিয়ামে সাঁতার কাটছেন ডুবুরিরা । হলুদ ও নীলাভ রঙের আবহে সাজানো অ্যাকুরিয়ামটির চারপাশে এমন দৃশ্য দেখতে তাই ভিড় করছেন দর্শণার্থীরা।

রাজধানী সিউলে অবস্থিত অ্যাকুরিয়ামটিতে নতুন বছর শুরুর পর পরিবার পরিজন নিয়ে আসছেন অনেকেই। এখানে রয়েছে হাঙর, স্টিং রেসহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ।

মহামারিতে এবার নতুন বছর উদযাপন করতে পারেনি সিউলবাসী । তাই আকর্ষণীয় এই প্রদর্শনী অনেকের কাছেই বিশেস আগ্রহের ।

দর্শণার্থীরা জানান, করোনার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও অনেকজন মিলে এখানে আসতে পারছিনা আমরা। আশা করছি শিগগিরই করোনার সংকটময় সময় কাটিয়ে উঠতে পারব আমরা।

অ্যাকুরিয়ামে নিজেদের ঐতিহ্যবাহী পোশাকে ডুবুরিদের দেখে উচ্ছ্বসিত দর্শণার্থীরা।

তারা জানান, এর আগে কখনও হ্যানবক পরা ডুবুরি দেখিনি আমি।এখানে এসে নতুন ও অভিনব অভিজ্ঞতা হলো।

আগামী ২০শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শনি, রবি ও সরকারি ছুটির দিনে এমন ব্যতিক্রমী আয়োজন চলবে অ্যাকুরিয়ামটিতে।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *