Type to search

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ৫০ হাজার ছাড়াল

আন্তর্জাতিক

বিশ্বে করোনায় মৃত্যু ১৪ লাখ ৫০ হাজার ছাড়াল

অপরাজেয় বাংলা ডেক্স

বিশ্বে করোনাভাইরাসে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ২৫ লাখ ছাড়িয়েছে। অন্যদিকে মৃত মানুষের সংখ্যা ১৪ লাখ ৫০ হাজার ছাড়িয়েছে।

পরিসংখ্যান নিয়ে কাজ করা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, আজ রোববার বাংলাদেশ সময় বেলা ১১টা নাগাদ বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬ কোটি ২৫ লাখ ৭৩ হাজার ১৮৭। একই সময় নাগাদ বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১৪ লাখ ৫৮ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, এখন পর্যন্ত বিশ্বে করোনা থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা ৪ কোটি ৩১ লাখ ৯৩ হাজার ৯৮৪।

বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৩৬ লাখ ১০ হাজার ৩৫৭। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৭২ হাজার ২৫৪ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯৩ লাখ ৯৩ হাজার ৩৯। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৩৬ হাজার ৭৩৩ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৬২ লাখ ৯০ হাজার ২৭২। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৭২ হাজার ৬৩৭ জন।
তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। ফ্রান্স পঞ্চম। স্পেন ষষ্ঠ। যুক্তরাজ্য সপ্তম। ইতালি অষ্টম। আর্জেন্টিনা নবম। কলম্বিয়া দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৬তম।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চীনে করোনায় প্রথম কোনো রোগীর মৃত্যু হয় চলতি বছরের ৯ জানুয়ারি। তবে তার ঘোষণা আসে ১১ জানুয়ারি।

সূত্র, DBC বাংলা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *