Type to search

কেশবপুরে জলাশয়ে ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত

কেশবপুর

কেশবপুরে জলাশয়ে ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর
যশোরের কেশবপুর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে ২০২২-২৩ অর্থবছরে রাজস্ব খাতের অর্থায়নে বৃহস্পতিবার বিকালে ১৭টি জলাশয়ে ৪৪০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সজীব সাহার সভাপতিত্বে ও সহকারী মৎস্য অফিসার এম আলমগীর কবিরের পরিচালনায় বৃহস্পতিবার বিকালে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা মাছ অবমুক্ত করেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার এম এম আরাফাত হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম রুহুল আমিন, পৌর মেয়র রফিকুল ইসলাম, যশোর জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জিয়াউল হাসান হ্যাপী, অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার ওলিয়ার রহমান, যশোর জেলা আওয়ামী লীগের সদস্য মশিয়ার রহমান সাগর, যশোর জেলা আওয়ামী লীগনেতা রেজাউল করিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, যুগ্ম-সম্পাদক ইয়ার মাহমুদ, কোষাধ্যক্ষ স্বপন কুমার মুখার্জী, উপজেলা জাতীয় শ্রমিকলীগের আহ্বায়ক সরদার মুনছুর আলী, মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস, গৌরীঘোনা ইউপি চেয়ারম্যান এস এম হাবিবুর রহমান হাবিব, সুফলাকাটি ইউপি চেয়ারম্যান এস এম মুনজুর রহমান, হাসানপুর ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান তৌহিদুজ্জামান প্রমুখ।