Type to search

চৌগাছায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠি

ঝিকরগাছা

চৌগাছায় শান্তিপূর্ণভাবে এসএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠি

শ্যামল দত্ত চৌগাছা থেকেঃ

সারাদেশের ২১ লক্ষ শিক্ষার্থীর ন্যায় যশোরের চৌগাছায় শান্তিপূর্ণ পরিবেশে কাঙ্খিত এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) উপজেলার সকল কেন্দ্রগূলোতে একযোগে বেলা ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা গেছে, উপজেলায় এবার ৫টি কেন্দ্রে মোট ৩হাজার ১শত ৯৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান জানান, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় চৌগাছা উপজেলায় মোট পরীক্ষার্থী সংখ্যা ৩হাজার ১শত ৯৬জন। এর মধ্যে এসএসসি ২হাজার ৫শত ৬৭জন, ভোকেশনাল ১শত ৭১জন ও দাখিল বা মাদ্রাসা পরীক্ষার্থী ৪শত ৫৮জন।তিনি আরও বলেন, প্রথম দিনের পরীক্ষায় ৫৯জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
পরীক্ষা চলাকালীন সময়ে উপজেলার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম রফিকুজ্জামান প্রমুখ।
উল্লেখ্য, এবছরে করোনা এবং বন্যার কারণে দুই দফা তারিখ পরিবর্তন করে পরীক্ষা পিছিয়ে বৃহস্পতিবার থেকে অনুষ্ঠিত হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *