Type to search

রসে চিনি, চুন, ফিটকিরি আর সরিষার তেল মিশিয়ে গুড় তৈরি!

জাতীয়

রসে চিনি, চুন, ফিটকিরি আর সরিষার তেল মিশিয়ে গুড় তৈরি!

 

অপরাজেয় বাংলা ডেক্স : খেজুর রসে চিনি, চুন, ফিটকিরি ও সরিষার তেল মিশিয়ে জ্বাল দিয়ে তৈরি করা হচ্ছে ভেজাল গুড়।

খবর পেয়ে বুধবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার কোদালিয়া ও শৈলকুপা উপজেলার জুগনী গ্রামে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চালানো অভিযানে ভেজাল গুড় তৈরি ও বিক্রির অপরাধে তিনজনকে জরিমানা করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর,
ঝিনাইদহের সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল জানান, টুটুল হোসেন, আব্দুল কাদের ও আকবর মোল্লা কোদালিয়া ও জুগনী গ্রামের কৃষকদের কাছ থেকে খেজুর গাছ কিনে ভেজাল গুড় উৎপাদন করে আসছিলেন। খবর পেয়ে ভোক্তা অধিকারের মার্কেট মনিটরিং টিম সেখানে অভিযান চালায়। এসময় তাদের তিনজনকে আটক করে মোট তিন হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এসময় ফেলে দেওয়া হয় তাদের তৈরি ভেজাল গুড়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল ও নমুনা সংগ্রহ সহকারী মো. রাজিব হোসেন ছাড়াও ঝিনাইদহ জেলা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। সূত্র,  বাংলানিউজটোয়েন্টিফোর.কম