Type to search

আদালতে রায় অমান্য করে ব্যাবসায়ীর  জমি দখলের চেষ্টা 

সাতক্ষীরা

আদালতে রায় অমান্য করে ব্যাবসায়ীর  জমি দখলের চেষ্টা 

পাটকেলঘাটা প্রতিনিধিঃ
নিম্ন আদালতের রায় অমান্য করে ব্যাবসায়ীর জমি দখলের অভিযোগ উঠেছে একদল  ভুমিদূস্যদের  বিরুদ্ধে । গতকাল বুধবার সকালে সাতক্ষীরা জেলার  পাটকেলঘাটা থানার কুমিরা এলাকায় ঘটনাটি ঘটে।এদিকে ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে  গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।সরজমিনে গেলে জমির মালিক ইমজামুল হক হিরো জানান, কুমিরা মৌজায়,২৪৮ দাগের ১২শতক জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল প্রতিবেশি চাচা রুহুল  কুদ্দুসের সাথে।পরবর্তীতে  স্থানীয় শালিশে জমির বুঝিয়ে দেবে বলে স্বীকার হয়। এক পর্যায়ে তালবাহান  করতে করতে কৌশালেতারা সাতক্ষীরা অতিরিক্ত ম্যাজিট্রেড আদালতে  ১৪৫ধারায় একটি  মামলা করেন তারা । প্রায় ৫মাস মামলা শেষে  গত বুধবার  (৯মে)  আদালত আমাদের পক্ষে রায় দেয়। । রায় অনুযায়ী  সকালে জমিতে বেড়া দিতে গেলে বাঁধে বিপত্তি। ওই সময় চাচাতো ভাই নায়মুলের নেতৃত্বে একদল ভাড়াটে সন্ত্রাসীরা ঘটনাস্থলে এসে বেড়া গুড়িয়ে দিতে থাকে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনে।এ বিষয়ে অভিযুক্ত  প্রতিবেশি  নায়মুল হক জানান, ৫মাস ধরে ভিটা বাড়ির জমি দিয়ে প্রতিবেশি হিরোদের  সাথে বিরোধ চলে আসছিল আমাদের ।আজ তারা ভাড়াটে  লোকজন নিয়ে ভিটা বাড়ির ১একর ৪৭শতক জমির মধ্যে ১২শতক জমি দখলের চেষ্টা চালালে আমারা তখন তাদের বাঁধা দেই। ওই সময় তার পিতা মোঃ রুহুল কুদ্দুস ও তিনি আহত হন বলে দাবী করেন। পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্তকর্মকর্তা (ওসি তদন্ত)বিশ্বাজিৎ কুমার অধিকারী জানান, ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। এ বিষয়ে  লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত  ব্যাবস্থা নেওয়া হবে।