Type to search

অভয়নগরে গবাদি পশু পালন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে গবাদি পশু পালন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
যশোরের অভয়নগরে দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড এবং ইউএসএআইডি এন্ড নিইট্রিশন অ্যাক্টিভিটি,এসিডিআই/ভোকা এর মধ্যে প্রাণ ও মানব স্বাস্থ্য ঝুাঁক হ্রাসে ওয়ান হেলথ ধারণা অনুযায়ী অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যন্স এর সমাধান প্রচার শীর্ষক কর্মশালা অনুষ্টিত হয় । গত বুধবার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃআবুজার সিদ্দিকী । কর্মশালায় বক্তব্য রাখেন ডাঃ নূর ফেরদৌসি মুনা ,ডাঃ জসিম উদ্দিন ,ডাঃ সমরেন্দ নারায়ণ, একমির জিএম (মার্কেটিং) মোঃ জিয়াউদ্দিন, মার্কেটিং ও সেলস সমন্বয়ক ভেটেনারি রাশিদুর রহমান রনজু প্রমুখ । উক্ত কর্মশালায় গবাদি পশুতে অ্যান্টিমাইক্রোভিয়াল রেজিস্ট্যান্স হ্রাস করার পাশাপাশি ওয়ান হেলথ ধারণা বাস্তবায়নের মাধ্যমে মানুষ ও প্রাণির স্বাস্থ্য ঝুঁকি হ্রাস এবং মান সম্পন্ন নিরাপদ খ্যাদ্য উৎপাদন নিশ্চিত করবে যারার সরাসরি উপকারভোগী হবেন গবাদি পশুর খামারি ,ভোক্তাবৃন্দ ও দেশের সার্বিক পরিবেশ। কর্মশালায় ৬৫ জন স্থানীয় গবাদি পশুর সেবাদানকরী (এলএসপি) অংশ গ্রহণ করেন ।