কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড লক ডাউন ঘোষণা
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকে।
যশোরের কেশবপুর উপজেলার রেড জোন ঘোষিত কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান এলাকাটি লক ডাউন করেছেন। এ সময় এলাকাবাসিকে সরকারি বিধি নিষেধ মেনে চলার জন্য অনুরোধ হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ আলমগীর হোসেন, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা প্রমূখ। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়াই গত ২০ জুন কেশবপুর ইউনিয়নকে রেড জোন ঘোষণা করা হয়