Type to search

২১টি ধারাতে সংশোধনী চায় ট্রাক মালিক-শ্রমিক সমিতি

জাতীয়

২১টি ধারাতে সংশোধনী চায় ট্রাক মালিক-শ্রমিক সমিতি

অপরাজেয়বাংলা ডেক্স: শনিবার রাজধানীর তেজগাঁও সমিতির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ প্রস্তাব তুলে ধরেন সংগঠন দুটির নেতাবৃন্দ। ড্রাইভিং লাইসেন্স প্রদান, মোটরযানের ফিটনেস, অপরাধ ও দণ্ড আইনসহ সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশোধনীতে ২১টি ধারার সংশোধনী প্রস্তাব দিয়েছে বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্যপরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশন।

মালিক সমিতি জানায়, সড়ক পরিবহন আইন-২০১৮-এর ১২৬ ধারার মধ্যে সরকারের সংশোধনী প্রস্তাব রয়েছে ৩০টি ধারায়। এর মধ্যে মালিক ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে বাস্তবতার আলোকে ২১ সংশোধনী দেওয়া হয়েছে।

পরিবহনের কন্ডাকটর ও সুপারভাইজার লাইসেন্স ধারা, পেশাদার ড্রাইভিং লাইসেন্স ধারা, পরিবেশ দূষণকারী ও ঝুঁকিপূর্ণ মোটরযান চালানো বিধি, অপরাধ-বিচার-দণ্ড ধারাও রয়েছে সংশোধনীতে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ কাভার্ডভ্যান-ট্রাক-প্রাইমুভার পণ্য পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশনের সভাপতি, সেক্রেটারিসহ অন্য নেতৃবৃন্দ। সূত্র.আমাদের সময়.কম