Type to search

অভয়নগরে সরকারের অভিবাসন সেবা বিষয়ক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

অভয়নগর

অভয়নগরে সরকারের অভিবাসন সেবা বিষয়ক সেমিনার ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: বর্তমান সরকারের উন্নয়নের রুপরেখা বাস্তবায়নের মাধ্যমে নিরাপত্তা,নিয়মিত, মানসম্মত অভিবাসন নিশ্চিত করার জন্য অভয়নগর উপজেলা প্রসাশনের আয়োজনে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মিনায়তনে প্রেস ব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান আলোচক যশোর কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের(টিটিসি) অধ্যক্ষ কাজী বরকতুল ইসলাম বলেন, সরকার দ্ক্ষ জনশক্তি তৈরি করে বিদেশে পাঠানোর জন্য ৭০টি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করেছে। সেখান থেকে প্রতি বছর হাজার বেকার যুবক যুবতী প্রশিক্ষণ গ্রহন করে বিনা খরচে বিদেশে কর্মসংস্থান হয়েছে। সরকার প্রতিটি উপজেলায় একটি করে প্রশিক্ষণ কেন্দ্র নির্মানের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে স্বপ্নের দেশ জাপান যওয়ার সুবর্ণ সুযগ রয়েছে। এর জন্য কোন অহেতুক অর্থ ব্যয় হবে না। প্রশিক্ষণের মাধ্যমে বিদেশ গিয়ে দ্বিগুন টাকা আয় করা যায়। প্রেস ব্রিফিং এর পর উপজেলা সহকারি কমিশনার ভূমি কে এম রফিকুল ইসলাম বৈদেশিক কর্ম সংস্থান ও অধিকার আইনের বিভিন্ন দিক তুলে ধরেন। শেষে ইউপি চেয়ারম্যানদের হাতে এলাকায় করোনা প্রতিরোধের জন্য নানা উপকরণ তুলে দেওয়া হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হুসেইন খাাঁনের সভাপতিত্বে ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গী’র প্রধান অতিথির অনুষ্ঠিত  সেমিনারে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আকতারুজ্জামান তারু, মহিলা ভাইস চেয়ারম্যান মিনারা পারভীন,নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল ইসলাম, বাংলাদেশ সহকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল,অভয়নগর থানার অফিসার ইনচার্য (তদন্ত) মিলন কুমার মন্ডল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,সচিব ও উপজেলা অন্যান্য দপ্তরের
কর্মকর্তারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *