Type to search

অভয়নগরে রাষ্ট্রয়াত্ব পাটকলে বদলি শ্রমিক বন্ধের প্রতিবাদে মিছিল সমাবেশ

অভয়নগর

অভয়নগরে রাষ্ট্রয়াত্ব পাটকলে বদলি শ্রমিক বন্ধের প্রতিবাদে মিছিল সমাবেশ

 

স্টাফ রিপোটার-অভয়নগরে রাজঘাটে শুক্রবার বিকালে রাষ্ট্রায়াত্ত পাটকল বদলি শ্রমিকদের নিয়োগ বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ক-তব্যরত বদলি শ্রমিকেরা। সমপ্রতি এক সার্কুলারে বদলি ও অনিয়মিত শ্রমিক নিয়োগ বন্ধ করা হয়। শ্রমিকেরা দাবি করেছেন, এর মাধ্যমে দেশের পাটকলগুলোর ২৬হাজার শ্রমিকদের কাজ বন্ধ হয়ে যাবে। এর  প্রতিবাদে জে,জে আই, কার্পেটিং জুট মিল শ্রমিকেরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে।

উক্ত প্রতিবাদ সভায় সাবেক কাউন্সিলর ও সাবেক খুলনা যশোর বদলি শ্রমিক সমন্বয় কমিটির আহ্বায়ক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা জামাল হোসেন,সুমন ইসলাম,জিল্লুর রহমান,লাচ্চুহোসেন,আজগার মোল্লা,সুমন আলম প্রমুখ। এ সময়ে বক্তরা বলেন ৪৮ঘন্টার মধ্য বদলি শ্রমিকদের পূনবহাল না করলে কঠিন কর্মসুচি দিয়ে দাবি আদায় করা হবে।